মৌনতার অনুবাদ
_____নুরে আলম মুকতা
ললাটে আমার রাজমুকুট
কপোলে অসীম টিকা ,
গোলাপেরা হাসে ওষ্ঠ পরে
কখনও হয়নি ফিকা ।
ধমনীতে নাচে দৃপ্ত স্রোত
ছল ছল বহমান ,
যৌবন যেথা নিত্য খেলে
স্পর্ধিত অভিমান ।
হাসিয়া কুটি জাপটে ঝুঁটি
হতাশারা চির শত্রু ,
দুঃখের বুকে বসিয়া আমি
বাজিয়ে চলেছি ডমরু ।
গ্লানি সকল ঝেঁটিয়ে দিয়েছি
দরজা করেছি বন্ধ ,
গোলাপ জলে শুভ্র হয়েছি
নেই কোন দুর্গন্ধ ।
অসীম আকাশ আমার ভেলা
সাঁতরে চলেছি বিশ্ব ,
আল্লাহ আমার চির সারথী
কখনও নই নিঃস্ব ।।
Views: 7