যদি কখনো ফিরে আর না আসতে পারি!
✍️শামীম নিমু
চল্লিশ পেরিয়েছি,
আর ক’দিন?
জানিনা!
সৃষ্টিকর্তার পরে-
তোমরা যারা হৃদয়ে টানো,
বারবার ভালবাসার ইশারায় ডাকো,
তোমাদের জন্য-
প্রায়ই আমি মৃত্যুর দরজায় উঁকি দিয়ে ফিরে আসি!
তাই তোমাদের কাছে জীবদ্দশায় সবিনয় অনুরোধ করছি,
যদি ভেবে নাও কেউ মনের ভুলে-
জানা-অজানায়, কারণে-অকারণে, কথায় কিম্বা কোন কাজে কারো হৃদয়ে সামান্যতম আঘাত বা কষ্ট দিয়েছি!
জানিও আমি ওসব ভুল করেছি, ক্ষমা করে দিও সবাই?
আর যদি কখনো- মৃত্যুর সেই দরজায় হঠাৎ প্রবেশ করি,
ফিরে আর না আসতে পারি,
দূর থেকে যারা শুনেছ, ভুল করে একটিবার তোমরা প্রার্থনা করিও?
আর কাছের তোমরা সবাই দোয়া ও তিনমুঠো মাটি উপহার দিয়ে যেও?
Views: 23