হোয়াইট প্রিজন সেল
– পারভেজ পিয়াশ পিউ
হোয়াইট প্রিজন সেল !
শুনেছো এর নাম কখনো ?
সেখানে রেখেছি নিজেরে বহু কাল ।
ভুলে থাকার উপায় খুঁজে বের করতে হয় !
কে বলেছে ভুলে থাকা যায় না ?
সব অবহেলার পাছে কারণ থাকে
কখনো বলোনি, কখনো বলিনি ।
ইচ্ছে করে ভুলে থাকা অথবা আপোষে হারিয়ে যাওয়া মানুষগুলো আমাদের মতোই হয়ে থাকে ।
সব ঠিক ছিল,
যা ঘটেছিলো সব প্রয়োজনে ,
তবুও
আজকাল একটা খোলা চিঠির অপেক্ষায় থাকি !
আসে না, আসলে কি হয় ?
নীল ভেদ করে সাদা বার্তাগুলো ঘোরাফেরা করে
আকাশ হতে নক্ষত্র অব্দি ।
এত কিছুর পরেও কোন একটা ক্ষণে
ভেতরে রক্ষিত হোয়াইট প্রিজন সেলটি বেকার লাগে ।
Hits: 12