অতীত অসুখ
_____ফারুকুজ্জামান জুয়েল
পাড় ভাঙা মনে ফণা তোলে নিশুতি রাত
বুকের পাঁজরে হানে তীব্র অসুখ;
বাতাসে খসখস শব্দ ঢেলে মেঘে ডুবে চাঁদ
চোখের ছায়ায় ভাসে অতীত সুখ।
জোনাকিরা দলছুট,তারারা ছুটছে নির্বাসনে…
জোছনা মেখে স্বপ্নেরা সে-ই কবে পড়েছিল জলের নূপুর;
মায়াবী রাতটাকে আবছায়া গিলছে ঘুণে ধরা মনে
রক্তশূন্য রাতের নিস্তব্ধতায় পথ ভুলে উঁকি দেয় নোনাধরা দুপুর।
ফ্যাকাশে স্মৃতির চোখে রক্তশূন্যতার চাষ বারোমাস
চারিদিকে ছড়িয়ে কেবল তীব্র প্রতীকী সুখ;
ঘুমহীন রাত জুড়ে কেবলই স্মৃতির আকন্ঠ পিয়াস
পাঁজর ঘেঁষে উঁকি দেয় শুধু তীব্র অতীত অসুখ!!
Views: 22