অপেক্ষা
_____রবিউল করিম পলাশ
আমি কার অপেক্ষায় থাকি,
কার জন্যই বা হারাই কল্পলোকে?
কার জন্য কবিতা লিখি অবিরত,
আমি কার জন্য নদীর ঢেউ গুনি?
বহমান জীবন নদীর স্রোতের মাঝে
ধূলোজমা স্মৃতিগুলো ভাসিয়ে দেই,
খরস্রোতা নদীর প্রতিটি ঢেউ এসে
আছড়ে পড়ে শুকনো বালুচরে!
অনন্ত অপেক্ষার মাঝেও,
লুকিয়ে রয়েছে এক অজানা সুখ!
আমি অপেক্ষমাণ জীবন নদীর তীরে,
কেউ ফিরে আসুক বা না আসুক…..
Views: 14