আমার সোনার বাংলা
______শবনম শিউলী
“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ”
গানটা শোনার পর একটু কষ্ট কষ্ট লাগে
মনে হয় একদিন এই সুন্দর বাংলা ছেড়ে
কোন এক অজানায় আমাকে
চলে যেতে হবে ,
তখন আমি দেখবো না নতুন সকাল,
শান্ত দুপুর, সোনালি বিকেল,
আবীর রঙা গোধূলি,
তখন আমি দেখবো না সোনালি ডানার চিল,
একঝাক সাদা বক , সবুজ রঙের টিয়া
আমি খুঁজবো না কবিতার বই
ছড়া কিম্বা কবিতার অন্তমিল,
জানবো না কখন শরত, বর্ষা , হেমন্ত, বসন্ত
দেখবো না কালো মেঘের দলের গর্জন
সব লন্ড ভন্ড করা ঝড়ের তান্ডব ,
দেখবো না সূর্যের কিরণের উত্তাপ
দেখবো না রাতের নীলাভ আকাশের গায়ে
লেগে থাকা চাঁদের আলো ঝিলমিল |
আমি দেখবো না অমর একুশের বইমেলা
নগ্ন পায়ের প্রভাতফেরি
দেখবো না ষোল ডিসেম্বর কিম্বা ছাব্বিশ মার্চের
দিনে লাল সবুজ পতাকা হাতে
সোনালি ধানের শীষ ছুঁয়ে দৌড়ে চলা
কিশোর কিশোরীর দল
শুনবো না নদীর একাকী বয়ে চলার শব্দ
কলকল ছলছল,
আমি শুনবো না ,”আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি ” এই গান
তবে যেখানেই থাকি এই বাংলাদেশ আমার
থাকবে জুড়ে মন প্রাণ ||
Views: 27