আমি পারিনি
______মোঃ ফুয়াদ হাসান
আপন হতে চেয়েছিলাম,
কেনো হতে পারিনি?
সাদা গোলাপের মতো
ফুটে ছিলে আমার মন বাগানে!
তাকিয়ে ছিলাম শুধু
দেখেছিলাম আঁখি খুলে পাপড়িগুলো।
বার বার স্পর্শ করার চেষ্টা করেছি!
কিন্তু কখনো পারিনি সংকোচে।
হয়তো বর্ষা ভেজা দিনে,
দোলনচাঁপার সাদা কলি হয়ে ফুটেছিলে গাছে।
তুমি ছিলে যেই গাছে,
পারিনি সেই গাছের
দখল নিতে।
তোমাতেই আশক্ত আজো আমি।
তাই আর কিছুই লাগে না ভালো,
শীতের সোনালী সকাল
আর মিষ্টি রোদ
গ্রীষ্মের হালকা মৃদু বাতাস আর
বর্ষার টিপ টিপ বৃষ্টি।
কিংবা ঋতুরাজ বসন্ত
কিছুই লাগেনা ভালো আমার!
তোমাকে না পাওয়ার গল্প,
বারে বারে আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই সময়ে।
Views: 17