আলোছায়া
________________________মোঃআব্দুল্লাহ রিফাত
ঠাস দুমাদুম দুরুম করে
লাগলো মনে খটকা,
হঠাৎ করেই পেছন ফিরে
তাকাই দেখি পটকা।
সঙ্গ নিলো কেমন করে
ভাবছি তবু পাইনে,
আমার পিছু কেনই নিবে
কোন সে লেখার আইনে?
এসব ভেবে মধ্য রাতে
মনে মোর কর্দম,
তোমরা তো শুরুতেই
থেমে গিয়ে হরদম।
শুনো তবে বলি ভাই
হেঁটেছি যে সদ্য,
কোনো কথা মিছে নয়
নয় কোনো পদ্য।
একা একা পথ চলি
তাই মনে ফুর্তি,
পেছনে তো তাকিয়েই
দেখি এক মূর্তি।
ভাবলাম আমি বুঝি
এইবার মরিরে,
ইয়া বড় মুর্তি
এতটুকু শরীরে!
তবু আমি সাহসী
একা বসে রই তো,
মূর্তিটাও বসে দেখি
ঐ দেখি ঐ তো।
মোর সাথে ভেবে তুই
বেয়াকুল হোসনে,
ঠকে গেছি আজ আমি
ছোটাখাটো প্রশ্নে।
একা একা ভেবে দেখ
রাতে তাই চলি রে,
সবশেষে হেসে উঠে
প্রশ্নটা বলি রে।
তোর পিছে তাকিয়ে
অবাকেই চেয়ে রই,
এ-তো দেখি আলোছায়া
ভেবে দেখ ভেবে ওই।
Views: 28