উদ্দীপ্ত অহমের বেদীতে
~নাজনীন নাহার
বাবা,
তোমার হাত ধরে যেদিন প্রথম আমি পায়ে হেঁটে শহিদ মিনারে গিয়েছিলাম,
আমার খালি পায়ের মতো আমার হাতদুটো সেদিন খালি ছিল না।
আমার এক হাতে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের মানচিত্র আঁকা ছিল,
আর অন্য হাতে ছিল বীর ভাষা শহিদদের জন্য গাদা ফুলের অঞ্জলি।
পথের জলকণা শিশির বিন্দুগুলো তখনও শুকায়নি,
রোদটা কেবল উঁকি ঝুঁকি দিচ্ছিল।
চারপাশে কত কত মানুষ হাঁটছিল,
সকলের হাতেই পুষ্পাঞ্জলির রংধনু।
দেয়ালে দেয়ালে প্রিয় ভাষার স্লোগানগুলো লুটোপুটি খাচ্ছিল ভীষণ অহমিয়ায়,
প্রিয় অক্ষরগুলো একে একে বুনে যাচ্ছিল, শোক,তাপ,দহন আর বিজয়ের কবিতাংশ।
বুনে যাচ্ছিল চেতনা আর গৌরবের ইতিহাস ও ইতিবৃত্ত।
তোমার সবুজ রঙের পাঞ্জাবিতে কেমন মাথা উঁচু করে তাকিয়েছিল প্রত্যয়ের স্লোগান,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
জ্বলজ্বল করে জ্বলছিল দিনের আলোর মতো,
স্বপ্নের চৈতন্য সমৃদ্ধ প্রতিশ্রুতির ন্যায্য স্বীকৃতি।
প্রায় সকলের পরনেই ছিল সাদা-কালোর শোকার্ত সিলেবাস,
সেদিন তুমি আর আমিই ছিলাম বেশ ব্যতিক্রমী পোশাকে বাবা।
গোটা বাংলাদেশকেই যেন সেদিন তুমি আমি লাল সবুজের অহমিয়ায় ধারণ করে হাঁটছিলাম বীর দর্পে।
আমার ভাইয়ের রক্ত কণিকা গলিয়ে গলিয়ে,
যে ভাষার অধিকার ছিনিয়ে আনা হয়েছিল;
ছিনিয়ে আনা হয়েছিল সাহসী সংবিধানের অঙ্গীকার সমেত বাংলা ভাষা।
পৃথিবীর মানচিত্রে যে মায়ের ভাষাকে বিশ্বাসে প্রতিস্থাপন করা হয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে।
আমি তাকে কুর্ণিশ করেই আগামীর পতাকা ধারণ করেছিলাম বাবা।
আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা পেয়েছি,
তোমাকে স্বাধীনতা যুদ্ধে সমর্পণ করে।
সমর্পণ করে আমার মায়ের আব্রু আর লক্ষ লক্ষ শহিদের প্রাণ।
জানো বাবা!
আমার হাতে আজও ধরে রেখেছি,
আমাদের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের টকটকে লাল রক্তের বিনিময় মূল্য।
আমাদের বিজয়ের লাল সবুজের গৌরব।
যার স্বপ্ন তুমিই সেদিন শহিদ মিনারে যেতে যেতে বুনে দিয়েছিলে আমার মন ও মস্তিষ্কের স্নায়ুকোষে।
বাবা!
সেদিনও যেমন আমরা সম্মানে ও গৌরবে স্পর্শ করেছিলাম,
মহান শহিদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের সাহসী বেদী।
আজও আমি তোমার আত্মত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা,
আমার বাংলাদেশকে বুকে ধারণ করে এগিয়ে যাই।
এগিয়ে যাই আমরা আমাদের একুশ, আমাদের চেতনায় উদ্দীপ্ত অহমের বেদীতে,
আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি ভাষা শহিদদের।
আমাদের আত্মা, আমাদের কণ্ঠ, আমাদের চেতনা এবং পৃথিবীর আকাশে বাতাসে ধ্বনিত হয়,
ধ্বনিত হয় মহান একুশের চেতনা সমৃদ্ধ অঙ্গীকার…….
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি……………..
Views: 21