একুশের আহবান
_______মুসাফির
থমথমে সকালের শিরশিরে বাতাস,
লাল আবিরে রাংগানো ঐ পূবাকাশ।
অম্বরে নীলের সাথে মেঘের লুকোচুরি,
এলোমেলো পা ফেলছে শিশু,
‘মা’ ও মা’
সুর তুলছে বিহংগে, প্রজাতির ছুটোছুটি।
কোকিলের কলতানে মুখরিত বসন্ত,
মুছে যাওয়া রক্ত, হারিয়েছে জ্বালাময়ী স্লোগান।
রক্ত রঞ্জিত রাজপথ, বিস্মৃত অবদান।
সালাম, রফিক, বরকতের সোনালী ইতিহাস,
লেখা রবে মানসপটে , সবুজ লাল পতাকায় চিরকাল।
বিষাক্ত আজ বাংলার স্বরলিপি, ছটফট করছে নিপীড়নে
ডানা ঝাপটানো দিকভ্রান্ত সুরতান।
মায়ের ভাষায় ডাকবো বলে, করেছি প্রতিবাদ রনাঙ্গনে
আজও ভাষা দিবস এসে চলে যায় নীরবে,
জাগো বাঙালি, জাগো, ধারণ করো বাংলা হৃদয় মূলে
ধারণ করো আত্নায় আলিঙ্গনে।
একুশে ফেব্রুয়ারি,
Views: 18