খোকার শহর
______সুফিয়া ডেইজি
খোকন সোনা, স্বপ্ন ভুলা
ভালুক মামা সঙ্গে ছোলা
তারে নিয়ে দূর আকাশে
উড়ে চলা,,ঘুরে মেলা।
হাতি মামা, সিংহখানা
শাবক ছানা,প্রজাপতি
উড়তে মানা!
তবু কেনো আকাশজুড়ে পেখম মেলে উড়ে সবে?
আকাশটা লাল,ক্ষেতগুলো
নীল,
চাঁদপণা মুখ হরিণ শাবক!
বইগুলো সব রঙিন সাধক
কলমগুলোয় ফুলের বাঁধক!
ময়ূরপঙ্খী মাস্টার মশাই
প্রজাপতির দোদুল কশাই।
আজব শহর,মজার গহর
ভালুক মামা তুলতে লহর
খুঁজছে এবার শান্ত প্রহর।
Views: 16