তবুও
————ওমর ফারুক মিয়াজী
মাথা যদি নষ্ট থাকে লোকে বলে পাগল
ভাল থাকলে মাথা বাড়ায় গন্ডগোল।
তবুও মাথা ভালো রাখতে হয়।
না থাকলে পা লোকে বলে ল্যাংড়া
পা থাকলে পরে বিপথে করে নড়াচড়া।
তবুও দুটো ভালো পা চাই।
হাত না থাকলে সাথে লুলা বলে ডাকে
থাকলে হাত পরে অন্যের অনিষ্ঠ করতে থাকে।
তবুও হাত থাকতে হয়।
চোখ যদি না থাকে বলে তারে অন্ধ
চোখ থাকতেও না দেখিয়া করে শুধু দ্বন্দ্ব।
তবুও চোখ থাকতে হয়।
শুনছোনা কানে বলবে লোকে কালা
কান কথায় কান দিলে দেখবে কত জ্বালা।
তবুও কান থাকতে হয়।
ঘর না করলে তুমি রইবা বিবাগী
ঘর করলে ঘরনি লাগে হইবা আবেগি।
তাই তো ঘর করতে হয়।
বিয়ে না হলে হবে যে বদনাম
বিয়ের পরে সংসার জ্বালায় পুড়ছে ধরাদাম।
তবুও বিয়ে করতে হয়।
সন্তান না থাকিলে হয় বন্ধ্যা/ আঁটখুড়া
আবার সন্তান নিয়ে কতজনে দেখেছি বিপাকে পড়া।
তবুও সন্তান থাকতে হয়।
তবুও এসব করতে হয়-
বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, বাঁচানোর জন্য,
জীবন জীবিকার জন্য, সভ্যতার জন্য, বংশ পরম্পরার জন্য।
Views: 25