তুমি আসবে বলে
___✍মোঃ ফুয়াদ হাসান
তুমি আসবে বলে,
আমার মরা হৃদয়ে
একটু ভালোবাসা জন্মেছিল!
আমার গোলাপ গাছে
একটি গোলাপ ফুটেছিল!
তুমি আসবে বলে,
আমার প্রতি রাতে
গন্ধ রাজের সুবাসে
ঘুম ভেঙে যেত!
তাও তুমি আসলে না!
গাছের গোলাপটি ঝরে গেল,
তুমি আসবে বলে,
প্রকৃতির কাছ থেকে
কিছু শব্দ কুড়িয়ে পেলাম!
শব্দগুলো শব্দ থেকে গেল,
তোমায় নিয়ে একটা কবিতা
লিখতে পারলাম না।
তুমি আসবে বলে,
আমি প্রকৃতি প্রেমিক
হয়ে গেলাম।
তোমায় নিয়ে লিখতে চাইলাম
দু চারটি কবিতা।
তুমি আসবে না জেনে,
হারিয়ে গেল সব কয়টি কবিতা!
Hits: 10