তোমাতেই হারালে তুমি
_____নাজনীন নাহার
—কে?
কে তুমি?
—আমি কেউ নই।
—তবে কেন আমি তোমায় অনুভব করছি?
—ওটা তোমার ভ্রম।
তোমার যাচিত মনের খেয়াল।
—বাঃ রে!
বললেই হলো!
—হতে হবে এমনটা তো বলিনি।
— এই তুমি হেয়ালি করছ কেন?
বলো না তুমি কে?
— ওই যে বললাম।
আমি কেউ নই।
–আমার কিন্তু তা মনে হয় না। অধিকাংশ সময় আমার মনে হয়। কে সে! যে আমাতে ভর করে থাকে।
যে আমাকে জপে।
যে আমাতে সঁপে তাকে তার আপন পরিমাপে!
—তবে তো তুমি স্পষ্ট।
তোমার নিশ্চয়ই এতদিনে তাকে চিনে নেয়ার কথা।
— হুম তাই তো!
তবে তাকে চিনি না তো আমি!
চিনতে গিয়ে দেখি তাকে আপন চোখের তারায়।
আপন বোধে বাঁধি তাকে তবুও সে কোথায় হারায়!
— ফের তোমার হেঁয়ালিপনা!
— আমি সত্যি বলছি।
তাকে আমি চিনেও কেমন চিনতে পারি না।
সে কোথায় কোথায় হারিয়ে যায়।
আমি যে তাকে চিনতে চাই।
— নিজেকে চিনেছ তুমি?
ছুঁয়ে দেখেছ নিজের অস্তিত্ব আলয়!
— এবার কিন্তু তুমি হেয়ালি করছ।
নিজেকে আবার চিনতে হবে কেন?
নিজে তো নিজেই।
আমি।
আমার একমাত্র অনুভব।
— যাক বাবা!
বুঝলে তাহলে!
—- কি বুঝব!
— তোমাকে।
আর শোনো! এই যে তোমাকে বুঝতে পারা। এই বুঝতে পারার ওই অনুভূতিটাই সে।
—-কে?
কে সে?
—যাকে তুমি খুঁজছ।
যে তোমাকে চালনা করে।
আবেশিত করে, আচ্ছন্ন করে, তোমাকে জপে, তোমাতে সঁপে।
সে তুমি।
তোমার তুমি।
কি হলো?
কোথায় হারালে আবার!
এ্যই!
সে কি!
আবার তোমাতেই হারালে তুমি।
ওরে জেগে ঘুমাও মানুষ তুমি দেখেও অন্ধ থাকো দুনিয়ায়,
আপন ভুলে আপন খুঁজে কাটো সাঁতার;
ভবের এই শূন্য দরিয়ায়।
Views: 24