দরিদ্র্যের হিসেব
________নাজনীন নাহার
জীবনের দামে জীবন কিনি বেচি,
খুঁড়ে যাই মোরা ভবিষ্যত।
নুন আনতে পান্তা ফুরনোর দিন-রাত গুনি,
গুনি আমরা অবিরত।
বয়সের ঘর বার্ধক্যে পৌঁছায় তবুও,
পেটের ক্ষুধারা থাকে যৌবনা।
জন্ম থেকে জ্বলছে সকল জীবনে,
অভাব আর উপোসের তাড়না।
ঈশ্বর বা প্রকৃতি লিখে দিয়েছে নিয়তি,
ভগবান তাই নিশ্চুপ।
ক্ষুধার রাজ্যে মুখস্থ করে যাই তবু,
পৃথিবীর গদ্য রূপ।
কোথায় ধর্ম?
কোথায় ঈশ্বর?
কোথায় স্বর্গ আর নরক?
জন্মেই দেখেছি মোরা ভাত কাপড়ের লড়াই,
আর জেনেছি মৃত্যুই স্রষ্টার সম্ভোগ।
হিসেবের খাতা দুহাতে নিয়ে,
আমিও দাঁড়াব সামনে স্রষ্টার।
মানুষ জন্ম কেন দিলেন দরিদ্র্যে হে দয়াময়?
এ হিসেব চাইব সম্যক দ্রষ্টার।
Views: 17