দহনের কথন
_________ওমর ফারুক মিয়াজী
তোমাকে প্রথম দেখায় ভালোবাসিনি
দেখতে দেখতে ভালো বেসেছি,
তোমায় দেখেছি নানান সাজে নানান রুপে
তোমার মোহনীয়তায় আমিও ফেঁসেছি।
তোমায় দেখেছি নানান সড়কে নানান মোড়কে
নানান জনে জনে নানান ভঙ্গিতে,
কবির ধ্যানে তোমায় দেখেছি কাব্যিক ছন্দে
দেখেছি তোমায় ব্যার্থ প্রেমিকের বিরহ সঙ্গীতে।
তুমি যুবার যৌবনে জ্বলো দীপ্ত প্রজ্জ্বলিত
ভাটিতে নিরবধি ধোঁয়ার দহন,
তোমার রুপের ফাঁদে জ্বলে পুড়ে নিঃস্ব
হারিয়েছে কত দীপ্ত যুবার জীবন।
তোমাকে অবলীলায় জ্বলতে দেখেছি বহুবার
আমিও জ্বালিয়েছি তোমায় বারংবার,
ভাবছো তোমাকে জ্বালিয়ে আমি হয়েছি সুখী!
দ্বিগুণ জ্বলে পুড়ে আমার হৃদয় হয়েছে অঙ্গার।
Views: 24