পাশের বাসার ভাবি
_____আব্দুল্লাহ আল মামুর
পাশের ফ্ল্যাটে, হচ্ছে কী যে
যায়না বুঝা ঠিক।
ঝনঝনা ঝন ভাঙছে বাসন
হাসিও ফিকফিক।
বিরক্তি আর কৌতুহলে
যেই দিয়েছি হাঁক।
ভাবি দেখি কোমর বেঁধে
করলো দুয়ার ফাঁক।
বললো রেগে, “কী কন মিয়া
এতো রাতের বেলা?”
বললাম আমি, ভীষণ শব্দ,
খেলতেছো কোন খেলা?”
ভাবি বলে, স্বামী আমার
বদরাগী আর কুঁড়ে।
ঝগড়া হলে তাইতো পিটাই
বাসনকোসন ছুঁড়ে।
লাগলে গায়ে আমি হাসি,
মিস হলে মোর স্বামী।
যান মিয়ারা, এমনভাবে
ভালোই আছি আমি।
Views: 25