বিয়ের মিষ্টি!
____গোলাম রব
পাশের বাসার ভাবি আবারও পুত্র সন্তান প্রসব করেছে I এই নিয়ে পরপর পাঁচবার পুত্র সন্তান হলো l মনে হয় কুদ্দুস সাহেব নিযত করেছে, “যতদিন না কন্যা সন্তান হবে, ততদিন ভাবিকে গর্ভধারণ করতে হবে, সইতে হবে প্রসব বেদনা “I
তাতে আব্দুল কুদ্দুস সাহেবের কি আসে যায় ? শুনেছি এবং দেখেছি অনেক মানুষকে পুত্র সন্তানের জন্য, বংশের লাইট জ্বালানোর জন্য, বারবার বারবার বাচ্চা নিতে I কিন্তু কন্যা সন্তান নিতে বারবার সন্তান নেওয়া প্রথম দেখলাম I প্রতিবারই সন্তান প্রসবের পূর্বে অনেক তাবিজ-কবজ, দোয়া, পানি পড়া করা হয় | ফলাফল আগের মতই l
আব্দুল কুদ্দুস সব সময় বিবিকে জানান কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারে সুখ ও বরকত দান করেন। হাদিসে এমন কথা উল্লেখ হয়েছে। বিবি রাবেয়া স্বামীকে জানান আল্লাহতালা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা। তার না পুত্র সন্তান জন্ম হয়, না কন্যা সন্তান। শত চেষ্টা-তদবির করলেও তার সন্তান হয় না।। কন্যা সন্তানও আল্লাহ তাআলার নিআমত। পুত্র সন্তানও আল্লাহ তাআলার নিআমত।
এবার হাসপাতালে যাওয়ার পূর্বে কুদ্দুস সাহেব তার বিবি রাবেয়াকে এই বলে সতর্ক করে বলেছেন যে , তুমি যদি এবারও পুত্র সন্তান প্রসব করো তাহলে আমি কিন্তু আবার কন্যা সন্তানের জন্য বিবাহ করব এতে তুমি দ্বিমত করতে পারবে না বড় বিবি l দ্বিতীয় এবং তৃতীয় অথবা চতুর্থ বিয়ে করার জন্য পুরুষদের তো বাহানা চাই তাই না ? যান আপনাকে অনুমতি দিলাম যত খুশি ততগুলো বিয়ে করেন আমার কি করার আছে ?
রাবেয়া আবারও জানায় শুনুন সন্তান কি হবে ? সেটা তো আল্লাহর হাতে ! তিনি জানেন জরায়ুতে কী আছে। অথচ কেউই জানে না আগামীকাল আমার জন্যে কী অপেক্ষা করছে ? আর আপনি বিয়ে করবেন সেটা আপনার হাতে l আপনি বিয়ে করতে পারেন আমি অনুমতি দিলাম আমার সেটা সন্তান পুত্র হোক কন্যা সন্তান হোক l বলতে বলতে রাবেয়ার দুই চোখ দিয়ে ঝরণার মত পানি বইতে লাগলো ।
আলহামদুলিল্লাহ এবারও ভাবি পুত্র সন্তান প্রসব করেছেন l শিশু বাচ্চা টি অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বাইরে নিয়ে এসে কোলে দিয়ে আবার ভিতরে চলে যায় I ভাবির এখনও জ্ঞান ফেরেনি মাশাল্লাহ বাচ্চা সুস্থ সবল হয়েছে কুদ্দুস সাহেব সন্তানের ডান কানে আজান “আল্লাহু আকবার.. আল্লাহু আকবার” ও বাম কানে ইকামত দেয় l
অপরশন টিমের সবাই বের হলেন, মনে হচ্ছে বড় রকম সর্বনাশ হয়ে গেছে জানালেন, আপনার ওয়াইফ কে আমরা বাঁচাতে পারলাম না I বাচ্চাটি কোলে নিয়েই কুদ্দুস সাহেব বলতে লাগলেন লাগলেন “আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।
এই ঘটনার প্রায় এক মাস পরে কুদ্দুস সাহেবের বড় ছেলে মোহন সাত সকালে একটি প্লেট আমার ওয়াইফের হাতে দিয়ে বলল, আন্টি মিষ্টি রাখেন আব্বা পাঠিয়েছেন I কিসের মিষ্টি মোহন ? আব্বা বিয়ে করেছে তো তাই আমার নতুন আম্মুর জন্য মিষ্টি l
মিষ্টির প্লেটটা আমার কাছে নিয়ে এসে, এই মিষ্টি খাও l যত পারো খাও l তুমি পেট ভরে খাও, খেতে খেতে মরে গেলেও আমি আজ কিছু বলবো না তোমাকে। শুনেছ, হাসপাতালে যাবার পূর্বে ভাবি আমাকে ডেকে বলে গেছেন, আমার ছেলে দের দেখে রাখবেন ভাবি । আর যদি কখনো কোনো ভুল ত্রুটি করি মাফ করে দিবেন I ভাবি আমার জন্য দোয়া করবেন একটু আমি যেন এই আর না ফিরে আসি I
Views: 19