বিরহের দিন শেষে
________সরদার মুক্তার আলী
চারদিক হতাশার কালো মেঘে ঢাকা
তবুও আশা সূর্যের উঁকিঝুঁকি
তোমার আমার মাঝের বিস্তর দূরত্ব
উত্তপ্ত সূর্য তাপে কেটে যাবে একদিন
বিরহের পতিত জমিতে চাষবাস হবে
প্রেরণার নতুন শস্যদানা
মৌসুমী সবজির সমারোহ
নতুন জাতের গরু ছাগল হাঁস মুরগি
মৎস্য সম্পদে ভরে উঠবে
আমার দেশের হাজামজা পুকুর গুলো।
তোমার আমার কাঙ্খিত মিলনে উদ্ভব হবে
শান্তি সম্প্রীতি ভরপুর এক নতুন জাতি
মেঘ পুঞ্জ দূরে সরে যাবার আনন্দে
হেসে উঠবে আনন্দঘন দিন।
হতাশাগ্রস্ত বিরহের দিন শেষে
আমাদের আত্মারা তৃপ্ত হবে অনন্ত জীবনের সাফল্যে
আমাদের সম্ভাবনার বিস্তীর্ণ জমিনে
আর কোনো হাইব্রিড বীজ চাষবাস না হয়।
রচনা কালঃ ১৬/০২/২০২৩
Views: 20