বৈচিত্র্যময় পৃথিবীর কারুকাজ
________সরদার মুক্তার আলী
মাঝে মাঝে দেখি কিছু মেঘ সাঁড়া দেয় না
দুরন্ত বাতাসে উড়ে চলে দূরে কোথাও ঝরে পড়ার জন্য
প্রচন্ড রৌদ্র খরায় ফাটা চৌচির ফসলের মাঠে।
পথের দুই ধারে ঘাস ফুলের বুকে
শিশির কণাগুলো একটুও অপেক্ষা করতে চায় না
ঝলোমলো একটু রোদ উঠলেই নিমিষে হারিয়ে যায়।
অসহায় তীর্থের কাকের মত চেয়ে দেখি
জলের স্রোত একটুও ফিরে চায়না
বাতাসে ঢেউয়ের তোড়ে নেচে নেচে
দুই তীরে ফেনা জমে আছে
বিশাল জলরাশির কার জন্য এতো কান্না।
পদ্মার পেটে বালির ঢিবির উপরে
পরিপক্ক কাশফুলগুলো বাতাসে ছিন্নভিন্ন
নিরুদ্দেশে উড়ে যায় হয়তো কার জন্য
মাঝে মাঝে সবই যেনো উদ্ভট লাগে।
সময়ের বহমান স্রোতে আয়ু ক্ষয়ে
শৈশব কৈশোর যৌবন বেয়ে আসে মৃত্যুর বার্তা।
অবশেষে অভিভূত বিস্ফোরিত চোখগুলো
ভাবতে থাকে বৈচিত্র্যময় পৃথিবীর কারুকাজ।
Views: 23