মদ ও মাংস পেলে তাঁহারা ও লুটিয়ে পড়েন
_______________ফারুকুজ্জামান জুয়েল
‘ম্যাজিক মোমেন্ট্স; ইমপেরিয়াল ব্লু; রকফোর্ড ক্লাসিক;’
ঝা চকচকে স্বচ্ছ বোতলে থরে থরে সাজানো সব রঙিন ক্লাসিক্যাল ফানুস_!
ক্লাসিক্যাল মোমেন্ট্স্ এ সোফায় এলিয়ে থাকা পর্নো ছবির রগরগে ফর্সা শরীরের কোমল হাতছানি, কি ধবধবে, কি স্বচ্ছ সরোবর! আহা!
তাহাদের রাজকীয় দুঃখগুলো গলা বেয়ে নামছে__
দুঃখ গুলো পুড়ে পুড়ে যাচ্ছে! আহা! কি সুখ!
সুখ গুলো লাল নীল আলো হয়ে ফুটছে ‘লিডার ব্রাইট’ এর নগ্ন বোতলে,
ক্ষুধার্ত হায়েনার মতো…হামলে পড়ছে
‘রয়্যাল চ্যালেন্জ, রয়্যাল স্ট্যাগ, ম্যাকডল্স’, ইত্যাদি ইত্যাদি রাজকীয় সব শরাবের পর শরাবে
তাহাদের পা টলছে__
চোখ টলছে__
শরীর টলছে__
কিন্তু ; হাতদুটো অনড়, কাঁপছে না একটুও, এমনকি ঠোঁটও!
তাহারা দৃঢ় সংকল্প।
তাহাদের রাজকীয় দুঃখ গুলো ক্ষণিকের জন্যে বিসর্জনে পাঠাবেন
‘মাস্টার অফ মাইন্ড’ এর করতলে__।
তাহারা এখন মাংসের স্বাদ নিবেন।
তাহাদের রাজকীয় দুঃখ গুলো এখন
করতলে__ মূর্ছা যাচ্ছে।
মূর্ছা যাচ্ছে সুখ গুলোও…!
পোষা কুকুরগুলো মাংস পেলে
পায়ের তলায় লুটিয়ে পড়ে যেমনি করে__
ঠিক তেমনটিই…!
Views: 27