মিশে যাবো
____রবিউল করিম পলাশ
একদিন ঠিক
তোমার বুকে বিলীন হবো!
নদী যেমন ঢেউয়ের দোলায়
মিশে যেতে চায় সাগরে।
তেমনি করে,
আমিও মিশে যাবো তোমার মাঝে!
মিশে যাবো তোমার উষ্ণ অধরে,
চোখের তারায়, রেশমী চুলে,
প্রতিটি চুম্বনে, আলিঙ্গনে,
মিশে যাবো ঢেউয়ের দোলায়
ভালোবাসার অথৈ সাগরে…..
Views: 15