যদি বলো
_____রবিউল করিম পলাশ
যদি বলো,
অভিমানের আড়ালে
লুকিয়ে আছে আমার প্রতি
তোমার গভীর ভালোবাসা।
তবে সারাটাজীবন আমার উপর
তুমি অভিমান করেই থেকো।
যদি বলো,
তোমার একাকীত্বে, শূণ্যতায়
মিশে আছি আমি আগের মতো,
দিবানিশি, সারাক্ষণ, সারাবেলা।
তবে তুমি সারাটাজীবন
আমার শূণ্যতা বুকে নিয়েই থেকো।
যদি বলো,
অনন্ত অপেক্ষার মাঝে
খুঁজে পাও তুমি বারে বারে,
আমায় কাছে পাবার সুখ।
তবে তুমি অনন্ত কাল ধরে
আমার অপেক্ষাতেই না হয় থেকো…..
Views: 16