শহীদ মিনারের কষ্ট
কলমেঃ ওমর ফারুক মিয়াজী
(শহীদ মিনার)
ওহে মশাই তুমি এখানে হাতে নিয়ে ফুল!
আমি কি সত্যি দেখছি? নাকি কিছু ভুল?
(জনৈক ব্যক্তি)
সত্যি আমি! আনছি দেখ কত ফুলের বাহার
করজোড়ে লুটিয়ে দিব আজ পায়ে তোমার।
সারা বছর স্বপ্ন দেখি আজকের এই দিন
একগোছা ফুল দিয়ে তোমায় শুধরে নিব ঋণ।
হা হা হা হা হা হা, আমার পায় যে অট্ট হাসি
একটি দিন আমি কত শ্রদ্ধাঞ্জলিতে ভাসি।
সারা বছর নেয় না কেউ একটুখানি খোঁজ
ধুলোবালি ময়লার স্নানে মরছি রোজ রোজ।
দু’একজন আসে রাতে রাত্রি যাপন করে
জুতা পায়ে বুকে চরে,ওহ! আরো কত অপমান করে।
কত কথা কত ব্যাথা হয়না কারো বলা
বোবা হয়ে দাঁড়িয়ে থাকি আমি একেলা।
দেখছো কত বাহারি ফুল? অনেক টাকা দাম!
কতশত চ্যানেল আনছি ছড়াতে আমার নাম।
নাম ছড়ায়ে হব আমি মস্ত বড় নেতা
পদ পদবী যাই হোক, পাই যেন মাথার উপর ছাতা।
ওহ তাই? এ কেমন তোমার কথা?
কোথায় তোমার মাতৃভক্তি কোথায় জাতীয়তা?
মাতৃভাষার স্মৃতি রক্ষায় দাঁড়িয়ে আছি আমি
জুতার ধুলায় সেই আমাকে ফেকাসে করছো তুমি।
কোথায় তোমার জন্ম শুনি, কেমন তোমার মা?
শুনতে কি পাওনা তুমি বায়ান্ন’র শহীদদের কান্না?
প্রতি রাতেই আসছে তারা কাঁদছে মাথা ঠুকে
তাদের আত্না কষ্ট পায়, তোমরা উঠলে আমার বুকে।
কেবা আমরা বুঝি বল কেবা আমরা মানি,
ইতিহাসের লেজ ধরে করি টানাটানি।
তোমার খবর নেওয়ার বুঝি কারো সময় নাই
ক্ষমতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই।
(আংশিক)
Views: 20