সব অতীতের ঠোঁটে
_______রোহান খান জয়
যদি সব শেষ হয়ে যায়,ফিরে না আসে আর
বিশ্বাস হয় না তোমার, তবে ওই সূর্যটা দেখো
প্রতিদিন নতুন করে আসে, পুরনো সূর্য আর ফিরে আসে নাকো।
একবার যদি হারিয়ে যায় ফিরে না আসে আর
বিশ্বাস করো না তুমি তবে অতীতে তাকিয়ে দেখো, কত গুলো দিন ফেলে এসেছো তুমি।
কিন্তু স্মৃতি গুলো দেখো বেহায়া বড় , বার বার আঘাত করে মনে।
হারানো মানুষ আসে না ফিরে ফেলে আসা
সময় দুঃখ বাড়ে।
তোমার সময় যদি যায় মন্দে ঘুরে।
কোন কিছু থাকবে না জানো।
থাকবে না পাহাড় চূঁড়া থাকবেনা স্রোতস্বিনী নদী ওই পাহাড়ের ঝর্ণা ধারা।
থাকবে না সমতল ভূমি থাকবে না সাজানো বাড়ি ঘর।
থাকবে না রাত্রি দিন।
থেকে যাবে শুধু তোমার ঋণ।
যদি মন্দ ভাবনায় কাটে তোমার দিন।
ভালো তোমার না হলে পরে
বুঝবে তুমি সেদিন।
সব হারিয়ে যায় মুছে যায় সব রঙ
চলে যায় হিসাবের সময়
থেকে যায় বকেয়া হিসাব,মন্দের সব গোনা দিন।
নদী ছুটে যায় পাহাড় সাজে
দিন চলে যায় অদৃশ্যের ডাকে
সূর্য হারায় আকাশ কিনার
পড়ে থাকে পৃথিবীর সব মেহমান।
আকাশে আসে চাঁদের সময়
ধীরে ধীরে গভীর হলে চাঁদটাও হারায়।
আঁধারে পড়ে থাকে গাছের সারি
পরে থাকে আগের মত ক্ষণিকের সমতল ভূমি।
চক্রকারে সবটা ঘোরে সময় শেষে সবটা হারায়।
থাকে না মানুষ থাকে না নদী থাকে না কেউ
সময় কেবল মরীচিকা ভ্রম
সব যেন হারানো চৈত্র মাসে বাতাসের ঢেউ।
থাকে না কাছের মানুষ পাশের বাড়ির কেউ
সব হারিয়ে যায় সময়ের টানে,
একদিন রবে না কিছু, জীবেরা সবাই জানে।
থেকে যাবে মানুষের ব্যবহার ভালো আর মন্দ
হারিয়ে যাবে ফুলের বাগান,থাকবে না মোহ মায়া ফুলের মায়াবী গন্ধ।
হারিয়ে যাবে বইয়ের পাতা, নোট করা খাতা
হারিয়ে যাবে লেখনী কলম
মুছে যাবে সব হারিয়ে যাবে
থাকবে না সুখের মিথ্যা মলম।
থাকবে না হাত পা থাকবে না কিছু
আমরা বুঝি না,ছুটে যাই বার বার মন্দের পিছু।
Views: 20