সাইক্লোন
_____নাসরীন সুলতানা
রোজই যেন আঁধারের গহীনে তলিয়ে যাই,
বুকের ভেতর তীব্র সাইক্লোনের দাপটে
রোজই আছড়ে পড়ে যাই
চোখের কোনায় চিকচিক করে
স্বপ্ন পোড়া ছাই।
পথ হাতড়াই দিশা খুঁজে পাবো ভেবে,
জীবন কেবলই কুল কাঠের আগুন
ছাই হিসেবেই দেয় মেপে।
চোখের পলকে আলো ফুরিয়ে আসে,
আঁধার দামামা বাজিয়ে কটকটিয়ে হাসে
স্বপ্ন পোড়া ছাই পদ্মপাতার জলে ভাসে
অনুযোগের চিঠি জমা হয়
সুনীল মেঘের দেশে।
Views: 19