আত্মকেন্দ্রিক এক বোদ্ধা
—সরদার মুক্তার আলী
এক বোদ্ধা
সামনে ঝুলে পড়া চশমার ফাঁকে
তার দুটো বিস্ফোরিত চোখে
বেশ বড় ভলিউমের একটা বই
পাতার পরে পাতা উল্টাচ্ছে
একটিও যেনো তার পছন্দ নয়।
খুঁজছে সক্রেটিস এরিস্টোটল প্লেটো
তার নিজেকে ভাবে তাদেরই সমমানের।
আর যারা আছে চারদিকে
সবাই মূর্খ গোবেচারা।
কি যে লেখে ব্যাঙের ছাতা
তাল লয় সুর ভাব নেই
বোদ্ধারা চায়না চারা গজাক
শাখা প্রশাখায় কুঁড়ি হোক
ফুল ফুটুক বিশাল বৃক্ষ হোক।
দৃষ্টিভঙ্গি নিবদ্ধ তার
সক্রেটিস এরিস্টোটল প্লেটো
আর তার সমমানের নিজেকে।
Views: 44