ইতিবাচক ও নেতিবাচক মনোভাব এবং আমরা…..
_________সেলিনা হোসেন
যাপিত জীবনে চলার পথে আমরা অনেক অনেক মানুষের সাথে যোগাযোগ করি।
কেউ কেউ প্রিয়জন ;কেউ কেউ পরিজন। কেউ বা সহপাঠী সতীর্থ সহযোদ্ধা সহকর্মী বন্ধু পাড়াপ্রতিবেশি পরিচিত ; কিংবা ভার্চুয়াল জগতের বন্ধু।
সকল পরিচিত মানুষের মধ্যে প্রধানত দুই শ্রেণির মনোভাব সম্পন্ন মানুষ আছে।
কেউ ইতিবাচক বা পজেটিব মনের ; কেউ বা নেতিবাচক বা নেগেটিভ মনের মানুষ।
এছাড়া ও আরও কিছু মানুষ আছে যারা কখনও পজেটিব কখনও নেগেটিভ।
ইতিবাচক মনের মানুষেরা সহজ সরল ও প্রানবন্ত হয়। তাদের আবেগ বেশি। আশা,স্বপ্ন নিয়ে বেচে থাকতে পছন্দ করে।
এদের জীবনে প্রতিকুলতা বা বিপদ সংকট আসে না এমনটা নয়।
তবে এরা স্রষ্টার পরে অগাধ,বিশ্বাস করে হাসিমুখে পরিস্থিতি সামাল দিতে পারে।
ইতিবাচক মনের মানুষ গুলো তাদের নিজেদের জন্য ও ভালো। তার আশেপাশে পরিচিত সবার জন্য ই ভালো।
কারণ এরা মানুষ কে ভরসা দিয়ে অভয়,দিয়ে বেঁচে থাকার প্রেরণা দিয়ে থাকে।
কখনও কাউকে নিরাশ বা হতাশ করে না। পারলে মানুষের উপকার করে। কাজে ; কথায় বা আর্থিক সাপোর্ট নিয়ে মানুষের বিপদে এগিয়ে আসে।
উপকার না করলেও কারও জন্য ক্ষতি র কারণ হয় না।
পক্ষান্তরে নেতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের নিজের প্রতি আস্হা বিশ্বাস ভরসা কম। তাই অন্য কে ও সে সহজে বিশ্বাস বা ভরসা করতে পারে না।
নেতিবাচক মনোভাব এর মানুষের সাথে যারা চলে তাদের জন্য সে খুব ই বিরক্তিকর।
কারণ তারা সকল কাজেই মানুষ কে নিরুৎসাহিত করে। মানুষের ত্রুটিগুলো খুঁজে বের করে।
সব পরিস্থিতি কে সে খারাপ; ষড়যন্ত্র ; চক্রান্ত মনে করে। মেজর কিছু নিয়ে চিন্তা ভাবনা না করে মাইনর বিষয় গুলো কে প্রাধান্য দিয়ে চলে।
কাউকে অভয় স্বান্তনার বাণী বা সদুপদেশ না দিয়ে কঠিন বাস্তবতা র দোহাই দিয়ে চলে।
তারা নিজের মনে শান্তি পায় না। অন্য কে ও শান্তি দেয় না।
উপকার করতে না পারলে ও মানুষের মন খারাপ করে দিতে পারদর্শী।
এরা চেনা অচেনা সব মানুষ কে অবিশ্বাস করে। সন্দেহ করে। নিজেকে খুব অপরিহার্য মনে করে।
ছোট্ট একটা জীবন নিয়ে এসেছি। মৃত্যু আমাদের পায় পায়। কখন মরে যাব তার ঠিক নেই।
আমরা কেউ ই কারও জন্য অপরিহার্য নই।
জীবনে যিনি মুশকিল দেন ; আসানের ব্যবস্হা ও তিনি করে দেন।
ইতিবাচক মনের মানুষ তাদের ভালো কথা ও কাজের জন্য আজীবন মানুষের দোয়ায় সামিল থাকেন।
আর নেতিবাচক মনোভাব এর মানুষের কথা বা কাজের জন্য মানুষের মনে আজীবন কাটা র মত বিধতে থাকে।
পৃথিবী তে কারও জন্য কিছু ই পড়ে থাকবে না। থেমে থাকেনি কিছু। থাকবে ও না। বদলে যাবে দিন। বদলাবে ভাগ্য মানুষের।
উপরে যিনি আছেন তাঁর ফয়সালা উত্তম। তাঁর বিচার বড় সুক্ষ্ম। আমরা মানুষ কে বিশ্বাস করলে মানুষ ঠকালেও তিনি আপনাকে ঠকাবেন না। উত্তম কাজের প্রতিদান কখনও খারাপ হতে পারে না।
Views: 49