পথিক
____মুসাফির
যে পথে রোজ হেঁটে যাওয়া পথিকের কোলাহল
সে পথ হারিয়ে যাওয়া স্মৃতির অস্তাচল।
একটা সময় সবি হবে অভেদ্য খাঁচায় বন্দী,
অসীমতায় ছেদ পড়ে যাবে থাকবে না কোন সন্ধি।
মুছে যাওয়া নামখানি হয়তো অবহেলায়
ধুলো জমা ভগ্ন নামফলকে কভু কেউ হাতড়ায়।
পা রাখব না অভিশপ্ত পৃথিবীর অলিগলিতে,
ফুসফুসে জ্বালা ধরবেনা আর কার্বনের চোরাবালিতে।
টালমাটাল বাজার আর দ্রব্য মূল্যের স্ফীতি
বউয়ের চোখের গোপন অভিমান, ব্যাথিত করবে না আমায়, থাকবে না কোন ভীতি।
অসুস্থ বাবার চাপা কষ্ট, উদ্বিগ্ন মায়ের হতাশা
জ্বলে পুড়ে অংগার প্রায়াশ্চিত্তের বলিরেখা।
সুন্দর মুখশ্রী আর মিষ্টি কথায়,
হারিয়ে যাবার ভয় নেই, বেইমানের প্ররোচনায়।
স্বার্থের দোলায় দুলতে থাকা ঈমানের পেন্ডুলাম
রাতের আঁধারে বিবেকের দংশন, জ্বলে পুড়ে খানখান।
বিষন্ন নিউরনে জমে যাওয়া অনুরণন
অলিন্দ নিলয়ে দুষিত রক্তের প্রবাহ
নি:শব্দে মিশে যাবে কায়া আধারের বুক চিড়ে
সবি রবে অমনি, হবে না কোন আলোড়ন।
Views: 64