ভয়েস চেঞ্জ
________আব্দুল্লাহ আল মামুর
ভাইভাতে এক মাইয়াকে বস
বললো চেঞ্জ দা ভয়েস
মাইয়া করলো সেই মতো কাজ
নাই যেহেতু চয়েস।
বসের বাক্য বলার আগেই
মাইয়া বললো মিয়াও
যেমন গলায় ডাকে পুষি
কিংবা পুষির ছাও।
বস তো অবাক বোর্ড হতবাক
দেখতেছে হা করে
বললো মেয়ে পারবো আরও
দেখছি চেষ্টা করে।
কুকুর, শেয়াল, বন বিড়ালের
ভয়েস আমার জানা
হাতি, ঘোড়ার করবো কী ট্রাই
বলবো কি একটানা?
মুখ ফসকে বেরিয়ে গেলো
বসের মুখে ইয়েস!
হাসতে হাসতে প্যান্ট ভেজালো
বসের ট্যারা পিএস।
Views: 74