হস্তশিল্প
________সুফিয়া ডেইজি
রঙ ছিটানো ফুল ফুটানো
নিজেরমতো ভাব জুটানো।
ফোটায়ফোটায় মন মাতানো
কারুকার্য’র সং সাজানো।
মন রাঙানো ঢোল বাজানো
দৃষ্টিনন্দন পাক বাঁধানো!
হরেকরঙের চিত্র পাড়ায়
ক্ষণগুলোর সব কষ্ট গুলাই
সুই সুতা আর নঁকশা মিলাই
শৈল্পিক গল্পের মঞ্চ বানাই
জীবনবোধের ঢালকে রাঙাই
অর্থকড়ির মানকে বাড়াই
নিজে বাঁচি দেশকে বাঁচাই।
Views: 85