অপেক্ষা
______ওমর ফারুক মিয়াজী
তোমাকে খুব ভালোবাসি
একথা বলতেই তুমি গেলে রেগে,
হয়তো অনেক দেরি করেছি
একবারও বলা হয়নি আগে।
কি করবো বল,
ছিলাম তো চালচুলোহীন আমি
ছিলোনা অর্থ ছিলোনা চাকরির কোন বাহার,
আমি যে অভাগা, মনে কাটতো দাগা
কি করে দিব তোমায় ভালোবাসার নীল শাড়ি
কিংবা দু’বেলা মুখে দুমুঠো আহার।
সে আহার যোগাতে কিংবা একটি শাড়ির জন্য
জীবনের সাথে কত যে করেছি লুকোচুরি,
সময়ের গতিতে শুধু ভাঁটা ই পরেছে
জোটেনি কভু ফুল কিংবা কোন ফুলঝুরি।
জীবনে বসন্ত আসেনি কখনো
ঝটকা দিয়েছে বারংবার কতযে কালবোশেখী,
সব ব্যাথা ভুলে, এলোমেলো চুলে
আজো শুধু তোমার ফেরার পথ চেয়ে থাকি।
এখন আর স্নিগ্ধ ভোরে ঘুম ভাঙে না
দিনমান ভুলে সাঝঁবেলাতে জাগি,
ঝিঁঝির সাথে খেলা করি, তারাতে সপে নিজেকে
ভোরের সূর্যের অপেক্ষায় থাকি।
জানি তুমি শুনবে না আজ আমার কোন কথা
তাই তো আঁধারে নিজেকে লুকাই হৃদয়ে লুকাই ব্যাথা।
ব্যাথার পাহাড় বুকের ভিতর মুখ লুকিয়ে থাকে
তোমায় দেখে নতুন করে বাঁচার ইচ্ছে জাগে।
Views: 65