ঈদ
_____ওমর ফারুক মিয়াজী
তোমায় দেখব বলে
খুব ভোরে জেগেছি আজ,
ইচ্ছে তোমার যেথায় যেমন
রঙ বদলে ইচ্ছে মতন।
তোমায় একটু ছুঁতে সেজেছি নতুন সাজে,
দেখেছি তোমায় নানান রঙে
আতর সুরমা স্নিগ্ধ সুভাসে
আমার পাঞ্জাবির প্রতি ভাঁজে ভাঁজে।
কারো কাছে তুমি কোটি টাকায়
নানান পোশাকের বাহারে,
ছিন্নমূলের জীর্ণ খুশি
শুকনো সেমাই আহারে।
সবাই খুশি যে যার মত
ইচ্ছে পূরণ সাধ্যমত।
তোমায় দেখি
সকালে নামাজে এক কাতারে
একসাথে সবাই কাঁদে খোদার দরবারে।
একসাথে কোলাকুলি
ধনী গরীব ভেদাভেদ যাই ভুলি।
এভাবেই যদি চলে
তবেই তো স্বার্থক তুমি।
এভাবেই যদি চলে
তবেই তো হবে পূন্য ভূমি।
Views: 29