টাকা
_________রোহান খান জয়
মগজের পুরোটা
সেই যে শুরুটা
টাকা আনো টাকা
টাকা ছাড়া জীবন তোমার
শুনছো সবটা ফাঁকা।
সমাজের গল্প নয়তো স্বল্প
ঘুরেফিরে টাকাটা
যা ইচ্ছে কর, যা খুশি বল
টাকা চাই টাকা
টাকা ছাড়া জীবন, ভীষণ সরু বাঁকা।
ছোট বড় সবজোড়
মুখে হাতে টেনশন
খেয়ে নাও সাদা কালো
চাই কেবল টাকা।
মাথা ঘোরে মগজ পালায়
টনটন ব্যাথা
ধুয়ে যাক ভেসে যাক
চাই শুধু টাকা।
ধরো মারো যা করো
ছাড়বে না কিছুটা
মরে যাক সবাই
ছেড়ো না টাকা,
খুন করো গুম করো
ভুলে যাও নীতি
টাকা এলে সব আসে
পেতেও পারো প্রীতি।
মদ খাও গাঁজা টানো
বলে দাও ব্রেণকে
মানবতা ব্যান করো
টাকা নাও ফুঁকে।
বলে যাক যে যা
শুনো না কথাটা
ভুলো না ভুলেও
জীবন মানে মারো ধরো
চাই কেবল টাকা,
মরে যাক ধুঁকে ধুঁকে
শিশুরা শুকিয়ে
থাকে যদি টাকা
জীবন রসে টসটস
টাকায় সুখ মাখা।
Views: 42