তুমি ছিলে আমার কবিতা
__________মোঃ রবিউল ইসলাম
তুমি ছিলে আমার কবিতা
তোমায় নিয়ে মনের অজান্তেই ভাবতাম।
তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম আমার স্বপ্নের জগৎ।
কখনো তোমাকে তুলনা করতাম ঐ চাঁদের সাথে যে চাঁদ আমি প্রতি রাতে দেখতাম আবার কখনো তুলনা করতাম
ঐ দীঘির সাথে যে দীঘিতে আমি না চাইলেও মন সাঁতার কাটতো।
আগে যখন গভীর রাতে যখন ঘুম ভেঙে যেতো তখন আমি তোমাকে নিয়ে ভাবতাম
আর এখন সেই ভাবনা গুলো আমাকে নরকের কীটের মতো কুরে কুরে খায়!
তোমাকে নিয়ে অনেক গুলো কবিতা লিখেছিলাম যা হয়তো অপ্রকাশিত থেকে যাবে!
হয়তোবা কবিতার কান্না গুলো ডাইরির ভাঁজে সীমাবদ্ধ থাকবে।
তুমি হয়তোবা কখনো জানার চেষ্টা করবে না।
আমি এমন একটা বসন্ত চেয়েছিলাম যে বসন্তে গাছে গাছে ফুল থাকতে হবে না, থাকতে হবে না কোকিলের কন্ঠে সুর! সেই বসন্তে শুধু থাকবে তোমার ভালোবাসায় সুসজ্জিত চারিদিকে!
আমার চাওয়া টা হয়তো চাওয়ার মধ্যে সিমাবদ্ধ থাকবে চিরকাল।
মানুষ বলে ত্রিভুজ নাকি সুখের সংকেত আর চতুর্ভুজ নাকি কষ্টের সংকেত যদি এটাই ঠিক হয় তা হলে তোমাকে ছাড়া আমি এতো সুখে আছি যে ত্রিভুজে ত্রিভুজে যোগ হয়ে চতুর্ভুজে পরিনত হয়েছে ।
যখন আমি স্মৃতিচারণ করি তখন যেন বার বার ধারালো ছুরি দ্বারা ক্ষতবিক্ষত হই।
এতো কষ্টের মাঝেও তোমার নামে কোন অভিযোগ নেই আমার ।
কখনো আমার কষ্টের বদলা নিতে যাবো না তোমার শহরে ।
আগে শুনেছি ভালোবাসার কষ্ট নাকি মধুর কষ্ট কিন্তু এতো যে মধুর তা জানা ছিলো না।
Views: 45