দোষ
_______রোহান খান জয়
পচে গেছে মাথার ঘিলু
বিবেক সবার নাই তো
ভুলের দলে সংখ্যা বেশি
কষ্টে জীবন যায় তো।
ইচ্ছে কেবল টাকার বাড়ি
বাকি সব মূল্যহীন,
সমাজ এখন পাপের ঠেলায়
থাকে না কিছু চিরদিন।
মানুষ মরে লোভের দাসে
সব কিছু কি গন্ধহীন?
কিসের আশায় ঘুরছে মানুষ
টাকার নেশায় সঙ্গীহীন।
শুকনো হৃদয় শুকনো বাড়ি
মাথার ভিতর মগজ নাই,
বিনোদনে নগ্ন ছোঁয়া
সাধের জীবন হচ্ছে ছাই।
নীতি কথাও ভেজাল ভরা
যে যেমন করছে নাশ
এই যে সমাজ এই যে মাটি
সবাই যেন টাকার দাস।
পুড়ছে হৃদয় মরছে বিবেক
সরল পথের দেখা নাই
উড়ছে টাকা ঘুরছে মাথা
অশ্লীলতা পেয়েছে ঠাঁই।
বাড়ছে লাশ হচ্ছে খুন
নিজের হাতেই নিজের শেষ
লোভের ভেলায় নতুন খেলায়
মানুষ থেকে হচ্ছে মেষ।
কমছে মানুষ বাড়ছে পশু
দেখতে কেবল মানুষ রুপ
মৃত সমাজ মৃত দেশ
সবাই নেশায় সবাই চুপ।
Views: 12