বিমূর্ত বৈষ্ণব
_______নাহিদা আফরোজ
আর কত উত্তপ্ত হবে দখিনা বাতাস?
গনগনে সূর্যটা আর কতদিন
ক্ষ্যাপাটে অগ্নিমূর্তি ধরে
শিবের ডুগডুগি বাজাবে দুই হাতে?
আর কতরাত্রি আদল গায়ে পুকুর পাড়ে
ড্যাবড্যাবে চোখ মেলে দাঁড়িয়ে থাকবে
চিরকালের অদম্য জুটি
বট আর পাইকরের দেহাতি শরীর?
জানি না আর কত নতুন বর্ষ, কত যুগ
আরও কত শতাব্দী, হাজার হাজার বছর
অপেক্ষায় উপেক্ষায় কেটে যাবে
আমার অগুনতি ধুলোমাখা দিনরাত্রি
ধ্বংস হতে হতে নি:শেষ হয়ে যাব
সিন্ধু থেকে শুকিয়ে হব দুই ফোঁটা বিন্দু
তবু চারপাশে বিক্ষিপ্ত জাল বিছিয়ে রাখব
তোমার খোঁপায় অযত্নে জড়িয়ে থাকা
এক গুচ্ছ মাধবীলতার লোভে।
Views: 16