মধুর বিলাস
জয়ন্ত প্রসাদ গুপ্ত
*********
তন্দ্রাহারা রাতে
মুখ দেখি আয়নাতে ।
চোখের সমুখে ভেসে ওঠে এক জোড়া চোখ
মুছে দিয়ে তামাম বিশ্বলোক ।
তার চোখের তারায়
যেন সকলি হারায় ঃ
দুঃখ-ব্যথা , যাতনা-লাঞ্ছনা ,
বুভুক্ষুর আর্তনাদ , নারীত্বের অবমাননা ।
রাজনীতির বীভৎস ব্যাপার —
মানুষের ক্ষোভ-জ্বালা সীমা নেই যার ।
******
চোখে যেন স্বপ্নের ঘোর ,
মায়া –কাজল যেন চক্ষেতে মোর ।
চাঁদ –পাখী-তারা
ছায়াপথ । বর্ষামুখর রাতি ।
বসন্ত-বাতাস আত্মহারা । —
ব্রাত্য সব তারা ?
বক্ষ-লগ্না যে রাত-জাগানিয়া সাথী,
জীবনের মানচিত্র হতে তাকেও মুছে দিতেই হবে কি ?
মানবিক চেতনায় থাকুক সহানুভূতি
দরিদ্র-লাঞ্ছিত-নিপীড়িত মানুষের প্রতি ।
সংগ্রাম ?
জীবন রাখতে সে তো চলবেই অবিরাম ।
কিন্তু আমার অস্তিত্ব মানে যদি এ-ই সব ,
অর্ধ- মনুষ্যের বেশী হওয়া তবে কি সম্ভব ?
দ্বন্দ্ব – দ্বন্দ্ব – দ্বন্দ্ব মনের গভীরে চলমান ,
নাই কি তার অবসান ?
হঠাৎ এক ঝলক বাতাসে
জানালা দিয়ে আসে
হাস্নুহানার বাস ।
চকিতে বিদ্রোহী মন ভাবে ঃ
সম্ভব নয় তো আত্মপ্রবঞ্চনা ।
কেয়ার করি না
কে নেবে কীভাবে ,
নিন্দায় মুখর হবে কয়জনা ,
এই মুহূর্তে আমার সকল সত্তা দিয়ে
অঙ্গীকার করে নেই এই মধুর বিলাস ।
Views: 65