শুঁয়াপোকা বন্দীজীবন
______জাহিদা টুকটুকি
আবার কবে সন্ধ্যা দেখবো অনিমেষ,
ফুচকা খাবার লোভে বেরুবো ফুটপাতে,
রাংচিতা ফুলের গন্ধ গায়ে মেখে কবে হবো আমের মুকুল??
ট্রাম বাসের প্রচন্ড ভীড় আবার কবে হবে?
রেলের গাড়িটা কী আর কখনোই চলবে না,,,
পোস্টাপিসটাও কী আর খুলবে না,,?
তোকে একটা চিঠি লিখতাম,
কড়া অভিমানে দু এক কথা কইতাম,,,
শহরটাতে আবার কবে দেখবো কৃষ্ণচূড়া ফুল?
হুডতোলা রিকশায় ঘুরবো বৃন্দাবন,,
আবার যদি দেখা হয় অনিমেষ,
আর কখনোই হারিয়ে যেতে দেবো না,,
হারানোটা খুব কষ্টের,
খুব কান্নার,
খুব জ্বলে,
আর নয়, অনিমেষ,,,,
“আবার যাতে দেখা হয়”,,,,,,
শহরের কোন রাস্তায়,,ট্রামবাসের প্রচন্ড ভীড়ে,,
Hits: 8