সময় নাই
______মোঃআব্দুল্লাহ রিফাত
মাইয়া আমার রং বেরঙের
চুড়ি পড়তে চায়,
শাড়ি পেলে অনেক খুশি
কি আর বলি ভাই!
পোলা আমার মানিক রতন
শুধুই চোখের দেখা,
বাপের অতো নাইকো টাকা
কিপ্টেমি তাই শেখা।
বন্ধুদের ওই পোশাক দেখে
মন খারাপ ও হয়,
চিন্তা করে গরিব বাজান
কেমনে তারে কয়?
বউ নয় তো লক্ষী ঘরের
চায় না নিজে কিছু,
আমার কিন্তু অনেক আছে
স্বামীরে কয় মিছু।
পেঁয়াজ আলুর দাম নাইকো
দোকানে তাই বাঁকি,
চিন্তা করে পরিবারে
কেমনে দিবে ফাঁকি!
গরুর মাংস যায়না দেখা
মুরগী কত করে?
কমদামে বাজার করে
ফিরছে মালিক ঘরে।
এটাই হলো গরিব লোকের
ইদের হাট বাজার,
বড়লোক নয়কো তারা
নাইকো সময় সাজার।
Views: 12