সাতক্ষীরা
_________ওমর ফারুক মিয়াজী
সোনালী ফসল আর
সবুজ বনানীর গ্রাম,
দক্ষিণ-পশ্চিমের জনপদ
সাতক্ষীরা তার নাম।
যেখানে সোনালী ফসল
সেখানেই রুপালী মাছ,
এই নিয়েই এখানে
সবাই সুখী বার মাস।
নোনা আর মিঠা পানি
পাশাপাশি বাস,
পাশাপাশি চিংড়ি আর
সাদা মাছের চাষ।
পাখির কিচিরমিচির
শান্ত সুনিবিড় গায়ে,
মাঠে-ঘাটে কাজ করে
ছেলে আর বাবা-মায়ে।
স্নিগ্ধ সকাল বেলা
তাল খেজুরের রসে,
পাড়ার মোড়ে ভাড় নিয়ে
সকল গাছিরা বসে।
গোয়ালা দোহায় দূধ
জ্বালায়ে হাঁড়ি,
ছানা সন্দেশ মিষ্টি
তৈরী করে ঘোষের বাড়ি।
ছায়া সুনিবিড় শান্ত
সুন্দর এই গ্রাম,
এখানে শোভা পায়
গাছে কুল কাঠাল আম।
এখানে ব্যস্ত সবাই
আপন আপন কর্মে,
নেই কোন ভেদাভেদ
জাত কিংবা ধর্মে।
কপোতাক্ষ ঘিরেছে
তার পূর্ব পাশ,
দক্ষিণে সুন্দরবন
দেয় বাঁচার আশ।
Views: 40