সেটুকুই আমার শ্রেষ্ঠ সময়
____________সরদার মুক্তার আলী
বন্ধুর পৃথিবীতে জীবন যুদ্ধের ব্যস্ততায়
যতটুকু সময় থাকি প্রভু তোমার স্মরণে
অবনত মস্তকে রুকু সেজদা রত
ব্যক্তি সংসার সমাজ রাষ্ট্র ব্যবস্থায়
কিংবা বৈদেশিক লেনদেনে
ব্যবসা-বাণিজ্য অধিকার আদায়ের সংগ্রামে
শিল্প-সংস্কৃতি চর্চা মঞ্চে
তোমার মহান ঈশী আদেশে সোচ্চার
নিষেধ সীমানা না পেরুতে যত্নবান
সেটুকুই তো আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
বাঁকি টুকু প্রভু আমার জানা-অজানার মাঝে
ব্যয় হয়েছে যা অনাকাঙ্ক্ষিত কোনো কাজে
ভুলগুলো আমার ক্ষমা করে দিয়ে
পরপারে ডেকে নিও প্রভু মাসুম করে নিয়ে
সেইতো আমার একান্ত প্রত্যাশা
বেহেস্তের কোনো একটি কোণে
দেখা দিও প্রভু তোমার শুভ সাক্ষাৎ ক্ষণে।
Views: 31