হারাতে চাই না , আমি তোমায়
__________জয়ন্ত প্রসাদ গুপ্ত
বলতে আমি চেয়েছি তোমায় ,
হয় নি কখনো বলা ।
স্পষ্ট ভাষণ স্বভাব আমার
নেই মেয়েলী ছলাকলা ।
কিন্তু কষ্ট ক’রে যে স্পষ্ট কথাটি
বলা যে গেল না আজো !
বাতায়ন পথে চোখে পড়ে ,
তুমি কেমন সুন্দর সাজো !
শীতের দুপুরে এলায়িত চুলে
ঝুল বারান্দায় বসি
সুদূরের পানে দৃষ্টি দাও মেলে ,
তাও তো চোখে পড়ে মোর ।
নয়নে লাগে ঘোর ।
দৃপ্ত ভঙ্গিমায় রাজপথ দিয়ে চল যখন
সম্ভ্রমের চোখে তাকিয়ে দেখে লোক জন ।
তুমি কি দেখ না মোরে ,
এমন কি ভুল করে ?
থাক তবে তুমি থেকে যাও দূরের তারার মতো ।
প্রত্যহের ম্লানিমা তোমায়
স্পর্শ করবে না অবিরত ।
তুমি রবে স্বপ্ন , স্বপ্ন ,স্বপ্নের সুষমায় ।
কোনদিন হারাবো না আমি তোমায় ।
Views: 47