আমাকে গুলি করে মেরে ফেলো
_________ডিউক হুদা
আমাকে গুলি করে মেরে ফেলো
ঠগ জোচ্চোরের অবাধ বিচরণক্ষেত্র
আমার দেশ হতে পারেনা।
অনেক ত্যাগে পাওয়া স্বাধীন দেশ
ভোগবাদীদের শরাবখানা
আমার দেশ হতে পারেনা
আমাকে গুলি করে মেরে ফেলো।
বঞ্চনা প্রবঞ্চনা আর সইতে পারছিনা
লুটেরাদের স্বর্গ রাজ্য
আমার দেশ হতে পারেনা
আমাকে গুলি করে মেরে ফেলো।
বৈষম্য বিচারহীনতা অধীকারহীনতার
দেশ আমার দেশ হতে পারেনা
আমাকে গুলি করে মেরে ফেলো।
বিদেশী অপচ্ছায়ায় অপসংস্কৃতির মাঠ
আমার দেশ হতে পারেনা
আমাকে গুলি করে মেরে ফেলো।
গোলামীর জিঞ্জির পরা এদেশ
আমার দেশ হতে পারেনা
আমাকে গুলি করে মেরে ফেলো।
নিজ দেশে পরবাসী হয়ে
আর বাঁচতে চাইনা
আমাকে হাত পা চোখ বেঁধে
প্রকাশ্যে গুলি করে মেরে ফেলো।
সবাই দেখুক সবাই কান পেতে শুনুক
গগনবিদারী মরণ চিৎকারে বলে যাবো
এদেশ আমার হতে পারেনা
বৈষম্যহীন স্বাধীন সার্বভৌম জনগণতান্ত্রিক বাংলাদেশ আমার।
Views: 611