এক হও
___________ওমর ফারুক মিয়াজী
বিশ্বে হয়েছে যত অবকাঠামো
কিংবা হয়েছে যত শান্তি নিবাস,
রাস্তা-ঘাট ও সকল অট্টালিকা
কিংবা ফসল উৎপাদনে জমি চাষ,
সবখানে লেগে আছে শ্রমিকের ঘাম
তারা কি পায় সঠিক শ্রমের দাম?
মাথায় বোঝা নিয়ে তারা স্বপ্ন দেখে
তারাও একদিন থাকবে দুধে ভাতে,
তাদের সে আশা কভু হয়না পূরণ
অনাচারে কাঁদে মেহনতি মানুষের মন,
হয়না তো কোথাও কভু লেখা তাদের নাম
কিভাবে শুধিবে বল তাদের রক্তের দাম?
এক হও এক হও সকল মজুর জোয়ান
অধিকার আদায়ে সবে হও আগুয়ান,
যুদ্ধটা এখনো যে হয়নিকো শেষ
অন্যায় অত্যাচার হয়নি নিঃশেষ,
অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ দুর্বার
ছিনিয়ে নিতে হবে তোমার ন্যায্য অধিকার।
Views: 59