ঘাটতি
______সেলিনা হোসেন
বৃষ্টি র ছাট এসে লাগছে মুনার চোখে মুখে। খুব ভালো লাগছে বৃষ্টি র এই আলতো ছোয়া। দক্ষিণ বারান্দায় বসে মুনা যেন হারিয়ে গেছে চিন্তা র অথৈ সাগরে। মুনা অনেক খানি ভিজে গেছে। আর বসা যাচ্ছে না।
মুনা লক্ষ করল তার দু গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। চোখ মুছতে মুছতে মুনা ঘরের দিকে পা বাড়ায়। ঘরগুলো কেমন এলোমেলো হয়ে আছে। গোছাতে ইচ্ছে করছে না।
মুনা লক্ষ করেছে ইদানীং তার কর্মক্ষমতা লোপ পেয়েছে। কোন কাজ করতে ইচ্ছে করে না।
মুনা ধীরে ধীরে রান্না ঘরে যায় এককাপ চা বসাতে। রান্না ঘরে গিয়ে আরও মেজাজ টা গরম হয়ে যায়। কিছু এঁটো থালা বাসন সিংকে রাখা। এই জিনিস টা সে পছন্দই করে না। কতবার বলেছে সবাই কে। হাত ধোয়ার সাথে সাথে নিজের প্লেট টা ধুয়ে ফেলতে।
কিন্তু কে শোনে কার কথা? মানুষ হিসেবে মুনার স্বামী ভদ্রলোক টি অনক অনেক কাজের ও পরিশ্রমী। কিন্তু মুনাকে কোন সাংসারিক কাজে সে কোন প্রকার সাহায্য করে না। উপরন্ত সংসারের প্রতি টা কাজে মুনাকে কথা শুনায়। এই কাজটা কেন এভাবে করলে? ওই কাজটা সঠিক হল না কেন?
সৃষ্টি ছাড়া মেয়ে মানুষ নিয়ে সংসার করি। কোন একটা জিনিস এর প্রতি মায়া নেই। এটা ফেলল; ওটা নষ্ট করল ; সংসার ভেস্তে গেল…. এই জাতীয় বহু অভিযোগ তার মুনার বিরুদ্ধে।
মুনা ছোট্ট একটা সরকারি চাকরি করে। ছেলে মেয়ে দের লেখা পড়া শেষ করিয়েছে। তারা যে যার কর্মস্হলে নিজেদের নিয়ে ব্যস্ত। মুনার স্বামী ব্যস্ত তার ব্যবসা,বাণিজ্য এবং ব্যক্তিগত কাজকর্ম নিয়ে।
বাড়িতে মুনা একা। নিঃসঙ্গ। কখনও বারান্দায় ইজি চেয়ারে বসে আকাশে র দিকে তাকিয়ে থাকে। কখনও ঘরে শুয়ে নেট দুনিয়ায় খবর দেখে। ভাই বোন আত্মীয় বন্ধু দের সঙ্গে কথা বলে।
দাম্পত্য জীবনে মুনা সুখি। সবাই সেই রকমই মনে করে। কারণ মুনার স্বামী ব্যক্তি হিসেবে শুধু ভদ্রলোক নন ; যথার্থ ভদ্রলোক। সবার সাথে হাসি মুখে কথা বলে। চলন বলন কথন ব্যক্তিত্ব সব কিছু ই পারফেক্ট।
মুনার জীবন সংগ্রাম ; সুখ দুঃখ হাসি কান্না কখনওই তাকে স্পর্শ করে না। মুনার সুখ দুঃখের সাথী সে নয়। মুনাকে অভয়দান ; স্বান্তনার বাণী কখনও শুনায় না। মুনাকে কখনও আর্থিক সাপোর্ট মানসিক সাপোর্ট ও সে দেয় না।
মুনা নিজেকে নিজে বুঝায়। নিজেকে স্বান্তনার বাণী শুনায়। এক জীবনে মানুষ তো সব কিছু ঠিক ঠাক মত পায় না। কিছু ঘাটতি তো থেকেই যায়। আকাশের দিকে তাকিয়ে মন কে বুঝায় মুনা।
দূর থেকে ভেসে আসছে গানের এক চেনা,সুর…..
কি জানি কিসের ও লাগি প্রাণ ও করে হায় হায়..
মুনা চোখ মোছে। অনেক কাজ পড়ে আছে ঘরে।।
Views: 420