জীবন যেমন
________মোঃ মশিউর রহমান ভূঁইয়া
ভাইটি একজন পঙ্গু ভিক্ষুক। বাজারের রাস্তা দিয়ে এমাথা থেকে ওমাথা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে। স্বপনের দোকানে সেদিন সকালে যথারীতি আড্ডায় ব্যস্ত। এমন সময় লোকটা গড়িয়ে গড়িয়ে এসে স্বপনের দোকানে একটু জিরোবার আশায় ঢুকলো। উত্তপ্ত পিচঢালা রাস্তায় গড়িয়ে চলা অত্যন্ত কষ্টের। তাই একটু স্বস্তির আশায় আসা। দোকানে ঢোকার পর আমরা সাধ্যমতো তাকে অর্থ সাহায্য করলাম। এরপর স্বভাবসুলভ উৎসুক মনের তাড়নায় তাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করলাম। এই যেমন কিভাবে এই অবস্থা হলো বাড়ী কোথায় সংসারে কে কে আছে ইত্যাদি ইত্যাদি।
উনার বাড়ী হাজিগঞ্জের কাছে কোন গ্রামে যেনো বললেন। তিনি একসময় চাঁদপুর কুমিল্লা সড়কের বাস ড্রাইভার ছিলেন বলে জানালেন। বছর কয়েক আগে শাহরাস্তি থানাধীন মউতা বাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পা হারান। ডান পা টা সম্পুর্ণ কেটে ফেলতে হয়েছে। বাঁ পায়ের ভেতর রড চোকানো। ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় কি ছিলোনা? জানতে চাইলে উত্তরে জানালো ছোটোখাটো ব্যবসার চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ বাকি খেয়ে খেয়ে আর টাকা দেয়নি। তাই বাধ্য হয়েই ভিক্ষায় নেমেছেন। পরিবহন শ্রমিক সংগঠন থেকে কোনো সাহায্য সহযোগিতা পান কিনা জানতে চাইলে বললো রোজার ঈদে দশ হাজার আর কুরবানি ঈদে পাঁচ হাজার টাকা করে দেয়।
সংসারে ছেলেমেয়ে আছে তাদের দিকে তাকিয়ে উনাকে এই কষ্ট স্বীকার করতে হচ্ছে। বড়ো ছেলে আছে কিনা জানতে চাইলে বললো আছে। কি করে উত্তরে জানালো আপনাদের এই রোডেই তো সিএনজি চালায়। তো সে সংসার দেখভাল করেনা কেনো? জানতে চাইলে একটা খিস্তি আউড়িয়ে বললো -নিকুচি করি আমি তার সাহায্যের। সে বউ নিয়ে সুখে আছে থাকুক। ছেলের সাথে সম্পর্ক ভালো নেই বুঝতে পেরে আমি এ ব্যাপারে আর কথা বাড়ালাম না।
উনি প্রতিদিন আমাদের বাজারে আসেননা। একেক দিন একেক বাজারে যান। আজ রুজি রোজগার কেমন হয়েছে জানতে চাইলে বললো ঈদের পর তো মানুষের হাতে টাকা পয়সা নেই। তাই খুব একটা হয়নি।
আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার গড়াতে গড়াতে মানুষের সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে গজল গাইতে গাইতে উত্তর দিকে চলে গেলো। তার গমন পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম হায়রে মানুষের জীবন! সে ছিলো বাস ড্রাইভার আর এখন রাস্তার ফকির। কিসের এতো বাহাদুরি! কার জীবনে কখন কী ঘটে যাবে কেউ জানেনা। এই ভাইটি কি জানতেন একটা দুর্ঘটনায় পা হারিয়ে তিনি জীবনের মতো পঙ্গু হয়ে ভিক্ষা করতে বাধ্য হবেন? আল্লাহ্ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
Views: 70