নিম্ন মধ্যবিত্তদের জীবনের গল্প
______তারেকুল ইসলাম
আমাদের স্বপ্ন দেখার অধিকার নাই!
নাই কাউকে মন থেকে চাওয়ার অধিকার!
ইচ্ছা হলেই কিছু করার ক্ষমতা নাই!
মনে ইচ্ছা জাগার আগে দেখতে হয় পকেটের অবস্থা কেমন।
কারণ আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।
তার উপরে আবার বেকার!
আজ দু’বছর হলো চাকরী খুজতেছি,
কোথাও চাকরী নাই!
চাকরী নাই এ কথাও ঠিক নয়,
যার চাচা,খালু,মামা আছে
তাদের জন্য চাকরী হলো পথের ধুলোর মত।
ইচ্ছে হলেই হাতে নিতে পারে,
আবার পদাঘাতে উড়িয়ে দিতেও গায়ে বাধে না।
কারণ তাদের তো আমার মত করে চাকরী খুজতে পথে পথে,দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না!
একটা ফোন কলেই সব ঠিক হয়ে যায়।
সাথে তো পকেটের জোর আছেই।
আমার সাথে যদিও দুই একটা চাকরীর দেখা মিলে, তো
সেখানে দরকার মোটা পুঁজির
যা দেয়ার মত অবস্থা আমার নাই।
আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান
খেয়ে না খেয়ে কোনো রকম দিন চলে যায়।
এভাবেই থাকতে হয় হাসি মুখে।
আমাদের অঢেল সম্পদ না থাকলেও আত্মসম্মানবোধ অনেক বেশি!
জীবন যেভাবেই চলুক,
কারো কাছে হাত পাতা যাবে না।
এটাই শেখাই আমাদের ছোটবেলা থেকে।
বাবার একটা ছোট্ট পানের দোকান আছে,
সেখান থেকে আমাদের পরিবার চলে।
চলে বলতে এই কোনরকম দুবেলা খাওয়ার জোগাড় হয়।
এর মধ্যে যদি কেউ সামান্য অসুস্থ হয়ে পরে,
তাহলে তার চিকিৎসার টাকা জোগার করাও কষ্টসাধ্য হয়ে পরে।
আর আমি কিভাবে কোথা থেকে চাকরীর জন্য টাকা দিবো?
তাই আর আমার চাকরীটা হলো না!
তাই তো আজও আমি বেকার!
ঠিক বেকার নয়ই,
এই তো দিন মুজুরী কাজ করছি এখন।
কি আর করবো?
আমার জন্য চাকরীর সব দুয়ার যে আজ বন্ধ!
Views: 336