নির্জনতা ডেকে বলে যাবি?
_________নাজনীন নাহার
যেখানে নির্জনতা ডেকে বলে,
যাবি?
যেখানে পথের নেশা ভীষণ টানে,
জানিস?
যেখানে কেউ থাকে না অপেক্ষাতে,
তবুও।
সেখানে মন পড়ে রয় মনের ভুলে,
যদিও।
যেখানে বৃষ্টিফোটা পড়ে শুকায়,
একা।
যেখানে নৈঃশব্দ্যের বাতাসের,
আনাগোনা।
যেখানে মেঘের বুকে জল জমা হয়,
রোজ।
সেখানে হু হু করা শূন্যতারা,
বিভোর।
যেখানে পথ পড়ে রয় পথের মতোই,
উদাস।
যেখানে সময় কেবল আসা যাওয়ার,
ধোঁকা।
যেখানে তুই আর আমি রোজ আমাদের,
খুঁজি।
সেখানে তুই বলতে কেবল আমায়,
বুঝি।
সেখানে নির্জনতা ডেকে বলে,
যাবি?
সেখানে পথের নেশা ভীষণ টানে,
জানিস?
সেখানে মন পড়ে রয় অপেক্ষাতে,
তোর।
সেখানে একলা হাঁটি একলা বাঁচি,
রোজ।
Views: 203