বললে পরে
_______মোঃআব্দুল্লাহ রিফাত
সেই যে সেদিন লিখছি ছড়া
যার যে-রকম রুচি,
লেখার মাঝে ভুলেই গেলাম
হঠাৎ করে সূচি।
পড়বে মনে এমন সময়
পাশের বাড়ির বাচ্চারা,
করলো শুরু ঘ্যানঘ্যানানি
হাইরে বাবা খাপছাড়া।
কাঁদছে কাঁদুক নেইকো মানা
থামবে তো সে অল্পতেই,
থামরে বাবা পড়ছি পায়ে
বলছি তোকে গল্পতেই।
তা নয়কো থামছে নাকো
কমছে না তার চ্যাঁচানি,
ছড়ার মাঝেও কি যে হলো
লেখার মাঝেও প্যাঁচানি।
আমায় এবার বললে কলম
করছে শরীর ম্যাচ ম্যাচ,
কি যে লিখিস ছাতার মাথা
যার মাঝে তোর হাজার প্যাঁচ।
এমন কেন ঘটলো তা কেউ
বলতে পারো মোরে,
বললে পরে লিখবো ছড়া
হাজার বছর ধরে।
Views: 61